আল্লাহ কি সত্তর জন মায়ের চেয়েও দয়ালু?

প্রশ্ন

আসসালামু আলাইকুম | আল্লাহ তায়ালা কি সত্তর জন মায়ের চেয়েও দয়ালু? দয়া করে রেফারেন্স সহ উত্তর দিবেন | প্রশ্নকারী আহমদ রাজা

উত্তর অলইকুমুস সালাম

হাদিসের মধ্য সত্তর জন মায়ের কথা বলা হয়নি, তবে আল্লাহ তায়ালা মোট রহমতের একটি অংশ সৃষ্টির মধ্যে বণ্টন করেছেন এবং নিরানব্বইটি অংশ নিজের জন্য রেখেছেন। নিম্নলিখিত রেওয়ায়েতে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে:

أَنَّ أَبَا هرَیْرَة قَالَ سَمِعْتُ رَسُولَ اﷲ صلى الله عليه و سلم یَقُولُ جَعَلَ اﷲُ الرَّحْمَة مِائَة جُزْئٍ فَأَمْسَکَ عِنْدَه تِسْعَة وَتِسْعِینَ جُزْئًا وَأَنْزَلَ فِي الْأَرْضِ جُزْئًا وَاحِدًا فَمِنْ ذَلِکَ الْجُزْئِ یَتَرَاحَمُ الْخَلْقُ حَتَّی تَرْفَعَ الْفَرَسُ حَافِرَها عَنْ وَلَدِها خَشْیَة أَنْ تُصِیبَه۔
بخاري، الصحیح، 5: 2234، رقم: 5954، دار ابن کثیر، الیمامة، بیروت
مسلم، الصحیح، 4: 2108، رقم: 2752، دار احیاء التراث

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, আল্লাহ রহমতকে একশ ভাগে বিভক্ত করেছেন। তাই তিনি নিরানব্বই ভাগ নিজের কাছে রেখে দিলেন এবং এক ভাগ পৃথিবীতে পাঠিয়ে দিলেন। যে সকল প্রাণী একে অপরের প্রতি করুণা প্রদর্শন করে তারা একই অংশের, এমনকি যে ঘোড়া ক্ষতির ভয়ে তার বাচ্চার থেকে তার খুর তুলে নেয় সেও একই অংশের।

عَنْ أَبِي هرَیْرَة قَالَ سَمِعْتُ رَسُولَ اﷲ صلى الله عليه و سلم یَقُولُ إِنَّ اﷲَ خَلَقَ الرَّحْمَة یَوْمَ خَلَقَها مِائَة رَحْمَة فَأَمْسَکَ عِنْدَه تِسْعًا وَتِسْعِینَ رَحْمَة وَأَرْسَلَ فِي خَلْقِه کُلِّهمْ رَحْمَة وَاحِدَة فَلَوْ یَعْلَمُ الْکَافِرُ بِکُلِّ الَّذِي عِنْدَ اﷲِ مِنَ الرَّحْمَة لَمْ یَیْئَسْ مِنَ الْجَنَّة وَلَوْ یَعْلَمُ الْمُؤْمِنُ بِکُلِّ الَّذِي عِنْدَ اﷲِ مِنَ الْعَذَابِ لَمْ یَأْمَنْ مِنَ النَّار(بخاري، الصحیح، 5: 2234، رقم5454  

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন যে, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি: যেদিন আল্লাহ রহমত সৃষ্টি করলেন, সেদিন তিনি তা একশ ভাগে বিভক্ত করলেন এবং নিরানব্বই ভাগ নিজের জন্য এবং এক ভাগ তাঁর সমগ্র সৃষ্টির জন্য পাঠিয়ে দিলেন। সুতরাং একজন কাফের যদি জানে আল্লাহর কত রহমত আছে তবুও সে বেহেশতে নিরাশ হবে না, আর একজন মুমিন যদি জানে তার কত শাস্তি আছে, সে জাহান্নামের ভয় পাবে না।

عَنْ أَبِیهِ عَنْ أَبِي هرَيرَة أَنَّ رَسُولَ اﷲ صلى الله عليه و سلم قَالَ خَلَقَ اﷲُ مِائَة رَحْمَة فَوَضَعَ وَاحِدَة بَیْنَ خَلْقِهِ وَخَبَأَ عِنْدَهُ مِائَة إِلَّا وَاحِدَ
مسلم، الصحیح، 4: 2108، رقم: 2752

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন যে, মহানবী (সা.) বলেছেন: আল্লাহ একশত রহমত সৃষ্টি করেছেন, একটি রহমত তিনি তাঁর সৃষ্টির মধ্যে রেখেছেন এবং নিরানব্বইটি রহমত নিজের কাছে রেখেছেন।

عَنْ أَبِي هرَیْرَة عَنِ النَّبِيِ قَالَ إِنَّ لِلّٰهِ مِائَة رَحْمَة أَنْزَلَ مِنْها رَحْمَة وَاحِدَة بَیْنَ الْجِنِّ وَالإِنْسِ وَالْبَهائِمِ وَالْهوَامِّ فَبِها یَتَعَاطَفُونَ وَبِها یَتَرَاحَمُونَ وَبِها تَعْطِفُ الْوَحْشُ عَلَی وَلَدِها وَأَخَّرَ اﷲُ تِسْعًا وَتِسْعِینَ رَحْمَة یَرْحَمُ بِها عِبَادَهُ یَوْمَ الْقِیَامَة۔
مسلم، الصحیح، 4: 2108، رقم: 2752
أحمد بن حنبل، المسند، 2: 434، رقم: 9607، مؤسسة قرطبة مصر
ابن حبان، الصحیح، 14: 15، رقم: 6147، مؤسسة الرسالة بیروت
أبو یعلی، المسند، 11: 258، رقم: 6372، دار المأمون للتراث دمشق

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন যে, মহানবী (সা.) বলেছেন: “আল্লাহর একশত রহমত রয়েছে এবং তিনি তাদের মধ্যে একটি নাজিল করেছেন জ্বীন, মানুষ, পশু ও কীটপতঙ্গের মধ্যে যার দ্বারা তারা একে অপরকে রক্ষা করে। তাই বন্য প্রাণীরা তাদের সন্তানদের প্রতি করুণা প্রদর্শন করে এবং আল্লাহ নিরানব্বইটি করুণা রক্ষা করেছেন এবং তিনি বিচারের দিন তাঁর বান্দাদের প্রতি দয়া করবেন।

واللہ و رسولہ اعلم بالصواب

এই পোস্টটি শেয়ার করুন
Scroll to Top

آپ کا سوال ہمارا جواب

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
Contact Information/ رابطے کی معلومات