হুজুর (সাঃ) কি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন ?

প্রশ্ন

একজন আলেম বলছেন যে নবী করিম সাল্লালাহু আলাইহি ও সাল্লাম দাড়িয়ে প্রসাব করেছেন , معاذ اللہ এই হাদীসটির ব্যাখ্যাটি বলবেন?

উত্তর

এই হাদীসটি বুখারী শরীফের মধ্য রয়েছে , ইমাম বদরুদ্দীন আইনি তিনার কিতাব , উমদাতুল কারী ‘ মধ্য় এই হাদীস এর উপর লম্বা আলোচনা করেছেন , নবী করিম স: তিনি সকল সময় বসে প্রসাব করতেন , আর ওজরের ভিত্তিতে তিনি ন্যায়সঙ্গত হওয়ার জন্য দাঁড়িয়ে প্রস্রাব করেন যাতে উম্মত এ বিষয়টি জানতে পারে যে, বসার জায়গা না থাকলে বা অন্য কোনো ওজর থাকলে দাঁড়িয়ে পেশাব করা জায়েয, তবে তা অভ্যাস করে নেওয়া উচিত নয়।

তিনি বলেন

انه صلی الله عليه وآله وسلم فعل ذالک للجواز فی هذه المرة و کانت عادته المستمرة البول قاعداً.

তিনি শুধু জাওয়াজের জন্য দাড়িয়ে প্রসাব করেছিলেন আর তা ছাড়া সর্বদাই বসে প্রসাব করতেন |

واللہ و رسولہ اعلم بالصواب

এই পোস্টটি শেয়ার করুন
Scroll to Top

آپ کا سوال ہمارا جواب

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
Contact Information/ رابطے کی معلومات