মুসলিম মহিলা যদি হিন্দুর সঙ্গে পালিয়ে যান ?

প্রশ্নঃ 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,  একজন বিবাহিত মুসলিম মহিলা একজন হিন্দু ছেলের সাথে পালিয়ে যান, এবং তার সাথে আট  বা দশ  দিন কাটান এবং তারপরে তার মুসলিম স্বামীর কাছে ফিরে যান। হিন্দু প্রথা অনুযায়ী বিবাহ হয়নি , এবং সে মহিলা ইসলাম সম্পর্কে কোন খারাপ কথা বলেনি । এখন প্রশ্ন হল সে তার প্রথম স্বামীর কাছে থাকতে পারবে কি না ? এবং ওই মহিলা কে নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে কি ? বা নতুন করে বিবাহের প্রয়োজন আছে কি না ? মেহেরবানী করে জানাবেন । 

  প্রশ্নকারী 

নাম : নুরসালিম ইসলাম শাহ 

উত্তরঃ

 الْجَوَابِ بِعَوْنِ الْمَلِكِ الْوَهَّابِ اللَّهُمَّ هِدَايَةَ الحَقِّ وَالصَّوَابِ

ওয়ালাইকুমুস্সালাম ,  পলায়নরত মুসলিম মহিলা যদি ভাষা বা কাজের মাধ্যমে শিরক বা কুফরীর কথা না বলে থাকে  , তবে উক্ত কর্মের দ্বারা তার ঈমান নষ্ট হয়নি , বরং সে মুসলমান । কিন্তু হিন্দুর সঙ্গে পালিয়ে যাওয়া বা তার সঙ্গে নাজায়েয সম্পর্ক করা হারাম । তার জন্য এ ধরনের নোংরা কাজ থেকে তওবা করা জুরুরী , অর্থাৎ, আল্লাহ তায়ালার কাছে  কান্নাকাটি করা এবং ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দেওয়া, তবে মুসলিম বা অমুসলিম যেই হোক না কেন অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক না রাখা। এই কর্মের পরে ও , তার সাথে তার স্বামীর বিবাহ কায়েম থাকবে , এবং স্বামীর জন্য তাকে তালাক দিয়ে আলাদা করা আবশ্যক নয়।  তাই স্বামী সন্তুষ্ট হওয়ার পর তাকে ক্ষমা করে তার কাছে রাখলে কোনো ক্ষতি নেই। وَاللہُ اَعْلَمُ   عَزَّوَجَلَّ   وَ رَسُوْلُہ اَعْلَم   صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ واٰلِہٖ وَسَلَّم 

এই পোস্টটি শেয়ার করুন
Scroll to Top

آپ کا سوال ہمارا جواب

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
Contact Information/ رابطے کی معلومات