মুসলিম মহিলাদের জন্য সিঁদুর পরার বিধান ?

প্রশ্ন 

আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ  মুসলিম মহিলারা কি সিঁদুর পরতে পারে কি না , মেহেরবানী করে  জানাবেন |

প্রশ্ন কারী মুহাম্মদ তওসিফ রাজা 

উত্তর

  অলাইকুমুস সালাম নারীদের জন্য নিজেকে সাজানো নিসন্দেহ জাইজ , কিন্তু অমুসলিম জাতির বিশেষ ধর্মীয় প্রতীক অনুকরণ বা চর্চা করা ঠিক নয়। যেমন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলায়হী ও সাল্লাম বলেছেন |

من تشبه بقوم فهو منهم

যে ব্যক্তি কোন জাতির অনুকরণ করে, সে তাদেরই একজন। ( সুনান আবু দাউদ হাদীস নং ৪০৩১ ) 

 সিঁদুর হিন্দু জাতির ধর্মীয় প্রতীক, হিন্দুরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিবাহ ও পূজার সময় সিঁদুর ব্যবহার করে। যেহেতু সিঁদুর প্রয়োগ করা হিন্দুদের একটি নির্দিষ্ট এবং ধর্মীয় রীতি, তাই মুসলিম মহিলাদের জন্য সিঁদুর প্রয়োগ করা জায়েয নয়।

واللہ اعلم ورسولہ اعلم عزوجل وصلی اللہ علیہ وسلم

এই পোস্টটি শেয়ার করুন
Scroll to Top

آپ کا سوال ہمارا جواب

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
Contact Information/ رابطے کی معلومات