মুকাল্লিদ এবং গায়ের মুকাল্লিদের মধ্য পার্থক্য কি ?

প্রশ্ন

মুকাল্লিদ এবং গায়ের মুকাল্লিদের মধ্য পার্থক্য কি ?

উত্তর

উপরে উল্লেখ করা হয়েছে, আহলে সুন্নাহ ও জামায়াতের চারজন ইমাম রয়েছেন।

  1. ইমাম-ই-আজম আবু হানিফা, রহমাতুল্লা ( 150 হিজরী )
  2. ইমাম মালিক (রহ.) (১৮৯ হি.)
  3. ইমাম শাফিঈ (রহ.) (২০৪ হি.)
  4. ইমাম আহমদ বিন হাম্বল (রহ.) (২৪১ হিজরি)

এই ইমামগণ তাদের খোদা প্রদত্ত মেধা ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা এবং মুজতাহিদানা অন্তর্দৃষ্টির ভিত্তিতে নিজ নিজ যুগের চাহিদা অনুযায়ী কুরআন ও হাদীস থেকে আইনশাস্ত্রীয় বিষয়গুলো সংকলন করেছেন।

অতএব, যে ব্যক্তি এই চার ইমামের মধ্যে যেকোন আইনশাস্ত্রের অনুসারী তাকে মুকলিদ বলা হয়। যেমন, ইমাম আযমের অনুসারীদেরকে হানাফী বলা হয়, ইমাম মালিকের অনুসারীদেরকে মালেকী বলা হয়, ইমাম শাফেঈর অনুসারীদেরকে শুফাঈ এবং ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীদেরকে হাম্বলী বলা হয়। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি তাদের কারো অনুসারী না হয় তবে সে গায়ের মুকাল্লিদ |

واللہ و رسولہ اعلم بالصواب

এই পোস্টটি শেয়ার করুন
Scroll to Top

آپ کا سوال ہمارا جواب

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
Contact Information/ رابطے کی معلومات