এশার নামায কয় রাকাত?

আসসালামু আলাইকুম
আজকে আমরা জানবো হাদীসের আলোকে এশার নামায কত রাকাত এবং কি কি? হাদীসের আলোকে এশার নামায হলো মোট ১৭ রাকাত,

এশার নামাযের রাকাত ?

  • ৪ চার রাকাত সুন্নত (গায়ের মুয়াক্কাদা)
  • ৪ চার রাকাত ফরজ ।
  • ২ দুই রাকাত সুন্নত ( মুয়াক্কাদা)
  • ২ দুই রাকাত নফল।
  • ৩ তিন রাকাত বিতর।
  • ২ দুই রাকাত নফল।

ফরজের আগে ৪ চার রাকাত সুন্নত

এশার পূর্বের চার রাকাত সুন্নাত হাদীসের কিতাবে উল্লেখ নেই, তবে হানাফী আইনশাস্ত্রের কিতাবে “
আল ইখতিয়ারুত তালিলুল মুখতার ইবনুল মাওদুদ,( ১/৭২ )নিম্নোক্ত হাদীসটি হযরত আয়েশা (রা.) থেকে

عن عائشة أنه عليه الصلاة والسلام كان يصلى قبل
العشاء أربعا

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, নবী (সা.) এশার আগে চার রাকাত নামাজ পড়তেন।

এশার ৪ চার রাকাত ফরজ

شَكَا أَهْلُ الْكُوفَةِ سَعْدًا إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَعَزَلَهُ وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَمَّارًا فَشَكَوْا حَتَّى ذَكَرُوا أَنَّهُ لَا يُحْسِنُ يُصَلِّي، فَأَرْسَلَ إِلَيْهِ، فَقَالَ: يَا أَبَا إِسْحَاقَ، إِنَّ هَؤُلَاءِ يَزْعُمُونَ أَنَّكَ لَا تُحْسِنُ تُصَلِّي، قَالَ أَبُو إِسْحَاقَ: أَمَّا أَنَا وَاللَّهِ فَإِنِّي كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَخْرِمُ عَنْهَا أُصَلِّي صَلَاةَ الْعِشَاءِ فَأَرْكُدُ فِي الْأُولَيَيْنِ وَأُخِفُّ فِي الْأُخْرَيَيْنِ

জাবির ইবনু সামুরাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, কূফাবাসীরা সা‘দ (রাযি.)-এর বিরুদ্ধে ‘উমার (রাযি.)-এর নিকট অভিযোগ করলে তিনি তাঁকে দায়িত্ব হতে অব্যাহতি দেন এবং আম্মার (রাযি.)-কে তাদের শাসনকর্তা নিযুক্ত করেন। কূফার লোকেরা সা‘দ (রাযি.)-এর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে এ-ও বলে যে, তিনি ভালরূপে সালাত আদায় করতে পারেন না। ‘উমার (রাযি.) তাঁকে ডেকে পাঠালেন এবং বললেন, হে আবূ ইসহাক! তারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, আপনি নাকি ভালরূপে সালাত আদায় করতে পারেন না। সা‘দ (রাযি.) বললেন, আল্লাহর শপথ! আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সালাতের অনুরূপই সালাত আদায় করে থাকি। তাতে কোন ত্রুটি করি না। আমি ‘ইশার সালাত আদায় করতে প্রথম দু’ রাক‘আত একটু দীর্ঘ ও শেষের দু’ রাক‘আত সংক্ষেপ করতাম ।

নোট: বর্ণিত হাদীস থেকে বোঝা গেলো এশার ফরজ নামাজ চার রাকাত।

এশার পর ২ দুই রাকাত সুন্নত

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا إِسْحَاق بْنُ سُلَيْمَانَ أَبُو يَحْيَى الرَّازِيُّ ، عَنْ مُغِيرَةَ بْنِ زِيَادٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:” مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ، أَرْبَعٍ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ

উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে বারো রাকাত সুন্নত পড়বে, জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হবে: যোহরের আগে চার রাকাত, তার পরে দুই রাকাত, মাগরিবের পর দুই রাকাত, এশার পর দুই রাকাত, ফজরের আগে দুই রাকাত।
( ইবনে মাজা হাদীস নং ১১৪০ )

নোট: এই হাদীস দ্বারা প্রমাণিত হলো এশার ফরজ নামাজের পর দুই রাকাত সুন্নত মুয়াক্কাদা পড়তে হবে।

এশার পর ২ দুই রাকাত নফল

أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا سُئِلَتْ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَوْفِ اللَّيْلِ، فَقَالَتْ:” كَانَ يُصَلِّي الْعِشَاءَ فِي جَمَاعَةٍ، ثُمَّ يَرْجِعُ إِلَى أَهْلِهِ فَيَرْكَعُ أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ

উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রাতের নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাতের সাথে এশার সালাত আদায় করতেন, তারপর পরিবারের কাছে ফিরে গিয়ে চার রাকাত পড়ে তাদের বিছানায় গিয়ে ঘুমাতেন |
নোট: এই হাদীস দ্বারা প্রমাণিত হলো যে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এশার ফরজ নামাজ পড়ার পর, আবার চার রাকাত নামায আদায় করতেন, দুই রাকাত সুন্নত মুয়াক্কাদা ও দুই রাকাত নফল।

এশার পর তিন রাকাত বিতর

عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِثَلَاثٍ لَا يُسَلِّمُ إِلَّا فِي آخِرِهِنَّ. وَهَذَا وِتْرُ أَمِيرِ الْمُؤْمِنِينَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَعَنْهُ أَخَذَهُ أَهْلُ الْمَدِينَةِ.

হজরত আয়েশা সিদ্দীকা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) তিন রাকাত বিতর পড়তেন এবং শেষ রাকাতে সালাম দিতেন। এটি ছিল মুমিনদের নেতা হজরত উমর বিন খাত্তাবের বিতর এবং মদিনাবাসী তাঁর কাছ থেকে এ পদ্ধতি শিখেছিল।

আল-হাকিম, আল-মুস্তাদরিক আলী আল-সাহিহীন, কিতাব আল-বিতর, 1:447, নং: 1140

নোট : বিতরের নামজ কত রাকাত এই সম্পর্কে ফকীহ গণের মধ্য দিমত আছে , কেউ বলেছেন 1 রাকাত কেউ বলেছেন 3 রাকাত বিস্তারিত জানতে ক্লিক করুন ,

বিতর সলাতের পর দুই রাকাত নফল

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، عَنْ مَيْمُونِ بْنِ مُوسَى الْمَرَئِيِّ، عَنْ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ ” يُصَلِّي بَعْدَ الْوِتْرِ رَكْعَتَيْنِ “. قَالَ أَبُو عِيسَى: وَقَدْ رُوِيَ نَحْوُ هَذَا عَنْ أَبِي أُمَامَةَ، وَعَائِشَةَ وَغَيْرِ وَاحِدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

উম্মুল মুমিনীন উম্মে সালামা (রাঃ) বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের পর দুই রাকাত নামায পড়তেন।
ইমাম তিরমিযী বলেনঃ
আবু উমামা, আয়েশা (রাঃ) এবং আরও অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
( জামে তিরমিযী হাদীস নং ৪৭১)

নোট : অতএব এই হাদীস দ্বারা প্রমাণিত হল , বিতরের পর দুই রাকাত নফল আদায় করতে হবে |

واللہ اعلم و رسولہ وصلی اللّٰہ علیہ وسلم 

এই পোস্টটি শেয়ার করুন
Scroll to Top

آپ کا سوال ہمارا جواب

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
Contact Information/ رابطے کی معلومات