আমরা নফস কে কিভাবে থামাতে পারবো ?

শরীয়ত দ্বারা আবদ্ধ হয়ে নফসকে সংযত করা যায়, আধ্যাত্মিকতা, তাকওয়া ও পবিত্রতার মাধ্যমে সংযত করা যায়। মানুষের মধ্যে যতটা তাকওয়া আছে। পাপ থেকে দূরে থাকবে। কোনো প্রকার ফরজ আদায় করা থেকে অলসতা করবে না। অমর ও নাহি উপর পুরোপুরি আমল করবে । যদি কোন ব্যক্তির নফস তাকে লালসার দিকে চালিত করে, তবে সর্বোত্তম উপায় হল বিবাহ। অতএব, একজন ব্যক্তির যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করা উচিত। মহানবী (সা.) এর বাণী মহিমান্বিত, হে যুবক! তোমাদের কারো বিবাহ করার ক্ষমতা থাকলে সে যেন অবিলম্বে বিয়ে করে। আর যদি কারো বিয়ে করার সামর্থ্য না থাকে, তাহলে সে রোজা রাখবে, কেননা রোজা মানুষের কামনা-বাসনাকে কমিয়ে দেয়।

واللہ و رسولہ اعلم بالصواب

এই পোস্টটি শেয়ার করুন
Scroll to Top

آپ کا سوال ہمارا جواب

فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ
Contact Information/ رابطے کی معلومات